West Bengal Post Office GDS Recruitment 2025 :পশ্চিমবঙ্গের পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বেতন প্রতিমাসে ২৪৪৭০ টাকা।

By subrata61265@gmail.com

Updated On:

Follow Us
West Bengal Post Office GDS Recruitment 2025 :

West Bengal Post Office GDS Recruitment 2025 : পশ্চিমবঙ্গর সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর ।পশ্চিমবঙ্গের পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । যারা এই পদে আগ্রহী এবং সমস্ত যোগ্যতা পূরণ করছেন তারাই এই বিজ্ঞপ্তিটি পড়ে আবেদন অনলাইনে আবেদন করতে পারেন।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয় ,কিভাবে আবেদন করতে হয্‌ , শিক্ষাগত যোগ্যতা কি লাগে , বেতন কত এই সব কিছু বিষয় বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হলো । তাই বিষদ জানতে প্রতিবেদনটুকু শেষ পর্যন্ত পড়তে হবে।

গুরুত্বপূর্ন তারিখ :

Date
Time
আবদেন শুরু০৭/০২/২০২৫
আবদেন শেষ০৩/০৩/২০২৫

নিয়োগ সংস্থা :

West Bengal (WB) Post Office.

Name of Post :

Gramin Dak Sevak (GDS)

শূন্যপদ :

এখানে মোট শূন্য পদ :- ৯২৩

Age Limit :

  • Minimum Age Limit : 18 years
  • Maximum Age Limit : 40 years
  • Age relaxation is applicable as per rules.

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হল একটি স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক স্কুল পরীক্ষা দশম শ্রেণী পাস এবং প্রার্থীদের গাণিতিক ও ইংরেজি বিষয়ের ন্যূনতম নম্বর নিয়ে পাস করতে হবে। যাতে তারা (GDS) নিয়োগের জন্য প্রয়োজনীয় মানদন্ড পূরণ করতে পারে।

How to apply in West Bengal Post Office GDS Recruitment 2025 :

আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইটে জমা দিতে হবে । অন্য কোন মাধ্যমে আবেদন পত্র গৃহীত হবে না। রেজিস্ট্রেশন ফ্রি আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে । যে সমস্ত আবেদনপত্রের সম্পূর্ণ তথ্য নেই সেই সব আবেদন পত্র গুলি বাতিল হবে যদি কোন প্রার্থী ভুল ডকুমেন্টস তথ্য আপলোড করে এবং অপ্রয়োজনীয় ডকুমেন্টস দেয় তবে তা প্রার্থিতা বাতিল হবে।
Website : https: //indiapostgdsonline.gov.in

  • আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস West Bengal Post Office GDS Recruitment 2025 :-
  • ১. বয়স প্রমাণের জণ্য বোর্ড আডমিড (10th) কার্ড।
  • ২. ছবি প্রমাণের জণ্য ভোটার কার্ড/ পেণকার্ড / ড্রাইিভং লাইসেন্স ।
  • ৩. Mark sheet or Certificate শুধু মাত্র সারকারি আনুমদিত ভারত সারকার / সারকারি নিয়ান্ত্রক সংথা দারা আনুমদিত বিস্বাবিদলায় / প্রাতিষ্ঠান/ বোর্ড থেকে হতে হবে ।
  • ৪. কাস্ট সারটিফিকেট ( যদি থাকে )।
  • ৫ তৃতীঅ লিঙ্গ সনদ।

Salary Structure West Bengal Post Office GDS Recruitment 2025 :

Srl. No.CategorySlab
1BPMRs. 12000/- to 29380/-
2ABPM/Dak SevakRs.10,000/- to 24770/-

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারীদের একটি সিস্টেমের মাধ্যমে উৎপন্ন মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগের জন্য শর্টলিস্ট করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

Important Links :-


Official WebsiteClick Here
Official NoticeDownload Pdf Select

Leave a Comment