Homeopathic and Ayurvedic Medical Officer Recruitment 2025: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হোমিওপ্যাথি মেডিকেল এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগ।

By subrata61265@gmail.com

Updated On:

Follow Us
Homeopathic and Ayurvedic Medical Officer Recruitment 2025:

Homeopathic and Ayurvedic Medical Officer Recruitment 2025: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হোমিওপ্যাথি মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগ । মোট ৫৯ জন প্রার্থী নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে । প্রার্থীকে দ্বিতীয় শ্রেণীর মেডিকেল , বিএ এম এস, বি এইচ এম এস যোগ্যতা থাকা দরকার। প্রার্থীরা ১৯/০৩/২০২৫ তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে পারবেন।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পার্ট টাইম চুক্তিভিত্তিক হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা প্রার্থী হিসেবে আগ্রহী এবং সফল যোগ্যতা পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তিটি পড়ে আবেদন করতে পারেন ।আবেদন করার ১৯/০৩ /২০২৫ তারিখের মধ্যে আবেদন করুন।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কিভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে এই সব কিছু বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হলো। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে। আবেদনের শেষ তারিখ ১৯ শে মার্চ ২০২৫ । Website : purbamedinipur.gov.in Homeopathic and Ayurvedic Medical Officer Recruitment 2025:

গুরুত্বপূর্ণ তারিখ

অফলাইনে মাধ্যমে আবেদন শেষ : ১৯ শে মার্চ ২০২৫ ।


Total Vacancy Homeopathic and Ayurvedic Medical Officer Recruitment 2025: ৫৯ টি।

বয়সসীমা

ম্যাক্সিমাম বয়সসীমা : ৫০ বছরের বেশী হবে না। সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবেন ।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীদের প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ১২তম, বিএ এম এস, বি এইচ এম এস যোগ্যতা থাকা আবশ্যক।

Vacancy Details for Homeopathic and Ayurvedic Medical Officer Recruitment 2025:

Post NameTotal
Part time contractual Homeopathic Medical Officer54
Part Time Contractual Ayurvedic Officer05

আগ্রহী প্রার্থীরা আবেদন করার পূর্বে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন ।

Documents to be submitted :

  • Admit card/ Certificate of Secondary examination Examination or equivalent or Birth Certificate issued by proper Gov, Authorities as age proof. Homeopathic and Ayurvedic Medical Officer Recruitment 2025:
  • Mark sheets / certificates for professional qualification.
  • Any three of the EPIC, AADHAR, PAN, Ration Card, Passport, Bank Pass Book for Address proof.
  • Self-declaration of present and permanent address (if any)
  • Medical Registration Certificate.
  • Cast Certificate where applicable.

Read More : SRFTI Teaching and Non Teaching Recruitment 2025:

গুরুত্বপূর্ণ লিংক সমূহ :

NotificationClick here
Official websiteClick here


Leave a Comment