Central Bank of India Recruitment 2025 :সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শূন্য পদে কর্মী নিয়োগ করবে ।বেতন প্রতিমাসে ২৪০৫০ টাকা।

By subrata61265@gmail.com

Published On:

Follow Us
Central Bank of India Recruitment 2025 :

Central Bank of India Recruitment 2025 :সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৫ সালে পাঁচটি শূন্য পদ নিয়োগের জন্য আহ্বান করেছে স্পোর্টস কোটার আয়তায় ক্লারিকেল পোস্ট এর জন্য । যে কোন স্নাতক ডিগ্রী থাকা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

মোট পাঁচটি পোষ্টের জন্য এই সংস্থা তরফ থেকে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। 

বিস্তারিত আলোচনা জানতে গেলে প্রতিবেদনটি পড়ুন। www.centralbankofindia.co.in

গুরুত্বপূর্ন তারিখ

DateTime
আবদেন শুরু21/02/2025
আবেদন শেষ08/03/2025

নিয়োগ সংস্থা :

Central Bank Of India

শূন্যপদ

এখানে মোট শূন্য পদ : ০৫

আবেদন ফি

Rs. 100/- (inclusive of GST) for SC/ST/PwBD candidates.
Rs. 750/- (inclusive of GST) for all others candidates.

Age Limit of Central Bank of India Recruitment 2025 :

ন্যূনতম বয়সসীমা : 20 Years

সর্বোচ্চ বয়সসীমা : 28 Years

বয়সের ছাড় নিয়ম অনুসারে প্রযোজ্য।

শিক্ষাগত যোগ্যতা

স্পোর্টস এর দক্ষতা/ খেলা/ মেধা সম্পর্কিত সমস্থ certificates প্রক্রিয়া চলাকালীন original certificates এর সাথে যাচাই করা হবে এবং সেই original certificates গুলি ভারত সরকার বা ব্যাংকের স্পোর্টস কন্ট্রোল বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমেটে হতে হবে । কোন Recognize club বা শুধুমাত্র সুপারিশ প্রদান করা প্রদান কোন গুরুত্ব বহন করবে না যতক্ষণ না পর্যন্ত আবেদনকারী নির্ধারিত certifying authority থেকে প্রয়োজনীয় Certificate প্রদান করে। ব্যাংক স্পোর্টস Certificate গুলি স্বাধীনভাবে যাচাই করবে এবং এ বিষয়ে ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত।

How to apply in Central Bank of India Recruitment 2025 :

প্রার্থীদের ওয়েবসাইটে www.centralbankofindia.co.in অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন প্রক্রিয়া কেবলমাত্র সম্পূর্ণ হবে যখন ফ্রি ব্যাংকের মাধ্যমে অনলাইন মোডে ৮/৩/২৫ তারিখের মধ্যে জমা দেওয়া হবে।

বেতন সীমা

বেতন প্রতিমাসে ২৮০৫০ টাকা। আগ্রহী প্রার্থীরা যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিসটি দেখে নেবেন। সেখানে ডিটেলসে দেওয়া আছে কোন কোন পোস্টের জন্য কত টাকা বেতন।

Bank website : www.centralbankofindia.co.in

প্রয়োজনীয় লিঙ্ক

Official WebsiteClick here
Official NoticeDownload Pdf

Leave a Comment