SRFTI Teaching and Non Teaching Recruitment 2025: অনলাইনের মাধ্যমে ২৮ টা পোষ্টের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ।

By subrata61265@gmail.com

Updated On:

Follow Us
SRFTI Teaching and Non Teaching Recruitment 2025:

SRFTI Teaching and Non Teaching Recruitment 2025:সত্যজিৎ রে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) ২০২৫ সালে শিক্ষক এবং অশিক্ষক মোট ২৮ টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ মার্চ ২০২৫ তারিখে এবং শেষ হবে ২৯ শে মার্চ ২০২৫ তারিখে। আগ্রহী প্রার্থীরা (SRFTI) এর অফিসিয়াল ওয়েবসাইট srfti.ac.in/ এ অনলাইনে আবেদন করতে পারবেন।

সত্যজিৎ রে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউ (SRFTI) শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন । যারা এই শূন্য পদগুলির জন্য আগ্রহী এবং সমস্ত যোগ্যতা পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তিটি পড়ে অনলাইনে আবেদন করতে পারবেন । আবেদনকারীরা (SRFTI) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৯ শে মার্চ ২০২৫ । এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয় কিভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয়, এই সব কিছু বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হলো। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু ৮ মার্চ ২০২৫
অনলাইনের মাধ্যমে আবেদন শেষ ২৯ শে মার্চ ২০২৫

বয়সসীমা

ম্যাক্সিমাম বয়সসীমা : ৬৩ বছরের বেশী হবে না।SRFTI Teaching and Non Teaching Recruitment 2025: সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবেন ।

আবেদন ফি :

সমস্ত প্রাথীদের জন্য ১২০০/ টাকা

শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীদের প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো বিষয়ে যেকোনো স্নাতক , যেকোনো স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা থাকা আবশ্যক।SRFTI Teaching and Non Teaching Recruitment 2025:

Vacancy Details of SRFTI Teaching and Non Teaching Recruitment 2025:

SRl. No.POST NAMETOTAL POST
1.Professor (Cinematography for EDM)01
2.Professor (Writing for EDM)01
3.Professor (Direction & Producing for Electronic & Digital Media)01
4.Professor (Editing for Electronic & Digital Media)01
5.Professor (Electronic & Digital Media Management01
6.Professor, Direction & Screen Play Writing01
7.Professor , Animation01
8.Associate Professor, Cinematography01
9.Associate Professor, Editing01
10.Associate Professor, Sound, Recording & Design (SRD)01
11
Associate Professor, Animation01
12.Associate Professor (Producing for Film & Television)01
13.Assistant Professor, Animation02
14.Assistant Professor (Cinematography for Electronic & Digital Media)01
15.Assistant Professor (Writing for Electronic & Digital Media)01
16.Assistant Professor, Management (Electronic & Digital Media)01
17.Assistant Professor, Sound, Recording & Design (SRD)01
18.Assistant Professor, Editing01
19.Broadcast Engineer01
20.Production Manager01
21.Production Manager for Electronic & Digital Media01
22.Assistant Broadcast Engineer01
23.Editor for Electronic & Digital Media01
24.Sound Recordist for Electronic & Digital Media01
25.Videographer for Electronic & Digital Media01
26.Associate Professor, Direction01
27.Associate Professor, Editing01
TOTAL28


আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা SRFTI-এর অফিসিয়াল ওয়েবসাইট srfti.ac.in-এ গিয়ে SRFTI Teaching and Non Teaching Recruitment 2025: অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে সমস্ত প্রার্থীর জন্য ১,২০০ টাকা নির্ধারিত হয়েছে, তবে SC, ST, PWD এবং মহিলা প্রার্থীদের জন্য ফি মুক্ত। আবেদন প্রক্রিয়া ৮ মার্চ ২০২৫ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ২৯ মার্চ ২০২৫ তারিখে।

Read More : BOI Officers Recruitment 2025:

গুরুত্বপূর্ণ লিংক সমূহ :

Apply OnlineClick here
NotificationDownload Pdf.
Official Website
Click here

Leave a Comment