SBI Various Posts Recruitment 2025: অনলাইনের মাধ্যমে ২৬৯ টা পোষ্টের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে 

By subrata61265@gmail.com

Updated On:

Follow Us
SBI Various Posts Recruitment 2025:

SBI Various Posts Recruitment 2025: ভারতের একটি অন্যতম বড় সরকারি ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।এই ব্যাংকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পোস্টের জন্য। যারা এই ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ,পদটির বিস্তারিত সম্পর্কে আগ্রহী এবং সমস্ত যোগ্যতা পূর্ণ করেছেন, তারা নোটিফিকেশন পড়তে পারেন এবং অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনের মাধ্যমে ২৬৯ টা পোষ্টের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয় কিভাবে আবেদন করতে হয় শিক্ষাগত যোগ্যতা কি লাগে বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হলো। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

নিয়োগকারী দপ্তর : State Bank of India 

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু২৮/০২/২০২৫
অনলাইনের মাধ্যমে আবেদন শেষ২১/০৩/২০২৫

বয়সসীমা

মিনিমাম বয়সসীমা৬০ বছর
ম্যাক্সিমাম বয়সসীমা৬৩ বছর

সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবেন ।

Read More : BOI Officers Recruitment 2025:

আবেদন ফি : উল্লিখিত নেই

Educational Qualification of SBI Various Posts Recruitment 2025:

Post Educational Qualification
FLC Counsellors: As the counsellors are expected to counsel the public in all issues related with financial institutions, proficiency in local language
(reading, writing, speaking and understanding) and working knowledge of computers is essential.
FLC DirectorsFLC Directors are expected to counsel the public in all issues related with financial institutions, proficiency in local language (reading,
writing, speaking and understanding) and working knowledge of computers is essential.

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

পদের নাম শূন্যপদের সংখ্যা
FLC Counsellors263
FLC Directors06

How to apply in SBI Various Posts Recruitment 2025:

এখানে আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ।


নিয়োগ পদ্ধতি কি ভাবে হবে

  • শুধুমাত্র ন্যূনতম যোগ্যতা এবং অভিজ্ঞতা পূর্ণ করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে SBI Various Posts Recruitment 2025: ।ব্যাংক কর্তৃ ক নির্ধারিত শর্ট লিস্ট কমিটি যথেষ্ট সংখ্যক প্রার্থীকে শর্টলিস্ট করা হবে এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এ বিষয়ে কোন যোগাযোগ গ্রহণ করা হবে না।
  • সাক্ষাৎকারে ১০০ নম্বর থাকবে সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে এ বিষয়ে কোনো যোগাযোগ গ্রহণ করা হবে না ।
  • মেরিট লিস্ট চূড়ান্ত নির্বাচনের জন্য সার্কেল অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক মেরিট লিস্ট শুধুমাত্র সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের অনুযায়ী প্রস্তুত করা হবে। প্রার্থী যদি ন্যূনতম উত্তীর্ণ নম্বর পায় ,যদি একাধিক প্রার্থী একই নম্বর স্কোর করে থাকে তবে তাদের বয়সের descending ক্রোম অনুযায়ী মেরিট তালিকা SBI Various Posts Recruitment 2025: তৈরি করা হবে।

গুরুত্বপূর্ণ লিংক সমূহ :

Apply OnlineClick here
NotificationDownload Pdf.
Official WebsiteClick here

Leave a Comment