IDBI Bank Job Recruitment 2025: আইডিবিআই ব্যাঙ্ক বিপুল কর্মী নিয়োগ নিয়োগ করতে চলেছে ।আইডিবিআই ব্যাঙ্ক এই বছর ২০২৫ সালের শুরুতেই দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে কর্মী নিয়োগ করতে চলেছে। এই বিষয়ে আইডিবিআই ব্যাঙ্ক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন প্রকাশ করেছে। যেসব চাকরিপ্রার্থীরা উচ্চ বেতনে চাকরি করার জন্য তাদের স্বপ্ন পূরণ করতে চান আজকের এই প্রতিবেদনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোট শূন্য পদের সংখ্যা ৬৫০ টি। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? বয়সসীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নোটিফিকেশন উল্লেখ আছে। www.idbibank.in
এই প্রতিবেদনে এই সমস্ত তথ্য নিয়ে বিশদভাবে আলোচনা করা হলো বিষয়গুলি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আবেদনকারীর পদের নাম : Junior Assistant Manager.
মোট শূন্য পদের সংখ্যা : ৬৫০ টি।
Category | Vacancy |
UR | 260 |
SC | 100 |
ST | 54 |
EWS | 65 |
OBC | 171 |
TOTAL | 650 |
Important Date of IDBI Bank Job Recruitment 2025:
অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ : ১২/০৩/২০২৫ |
আবেদন ফি :
SC, ST & OBC ক্যাটাগরি প্রার্থীদের জন্য ২৫০/ টাকা আবেদন মূল্য ও অন্যান্য প্রার্থীদের জন্য ১০৫০/ টাকা আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে। আবেদন মূল্য ০১/০১/২০২৫ থেকে ১২/০৩/২০২৫ এর মধ্যে পাঠাতে হবে।IDBI Bank Job Recruitment 2025:
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
- জন্ম তারিখের প্রমাণপত্র ।
- আইডি প্রুফ ।
- জাতি গত শংসাপত্র ।
- শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কসিট /সার্টিফিকেট ।
- পাসপোর্ট সাইজের ছবি ।
শিক্ষাগত যোগ্যতা :
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তাদের অতি অবশ্যই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান এবং আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে।
Read More : AIIMS Kalyani Faculty Recruitment 2025
নিয়োগ প্রক্রিয়া :
এখানে ইচ্ছুক প্রার্থীদের ( ইংরেজি ভাষা, অর্থনীতি , ব্যাংকিং পরিমাণগত যোগ্যতা, লজিক্যাল রিজিনিং, তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা সচেতনতা ইত্যাদি বিষয়ে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে :
এই পদে IDBI Bank Job Recruitment 2025: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আমাদের প্রতিবেদনে নিচে যে ওয়েবসাইট লিংক দেওয়া আছে ।সেখানে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর Apply Now option এ গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ করতে হবে । তারপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় লিঙ্ক :
Official Website | www.idbi.in |
Official Notice | Download Pdf. |