৩ টি পোস্ট এর জন্য offline এ আবেদন।
Govt. Model School West Bengal Guest Teachers Recruitment 2025: পশ্চিমবঙ্গে নতুন বছরের অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর। গভর্মেন্ট মন্ডল স্কুল পশ্চিমবঙ্গ সরকার ২০২৫ সালে তিনটি শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।কেবল মাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা এখানে আবেদন করতে পারবেন । আবেদন পত্র শুধুমাত্র অফলাইনে জমা নেওয়া হবে। শেষ তারিখ 19.03.2025. প্রার্থীরা সরকারি মডেল স্কুল পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট ddinajpur.nic.in. এর মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন? গুরুত্বপূর্ণ তারিখ কি থাকছে? কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ? শিক্ষার যোগ্যতা কি লাগবে ? কিভাবে নিয়োগ করা হবে ? সবকিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ন তারিখ :
Last Date for apply : within 19.03.2025 at 5.P.M
Name of Post of Govt. Model School West Bengal Guest Teachers Recruitment 2025:
বিস্তারিত ভাবে নীচে দেওয়া হল :
Sl.No. | Name of the School | Vacancy for the Subject | No. of Vacancy |
1 | Govt. Model School, Harirampur (English Medium) | History, Geography | 2 |
2. | Govt. Model School, Kushmandi (English Medium) | Geography | 1 |
Total | 3 |
শিক্ষাগত যোগ্যতা :
সরকারি বিদ্যালয়, সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয়, সরকারি স্পনসর্পিত বিদ্যালয় এবং বেসরকারি অনুদানহীন ইংরেজি মাধ্যম বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে করা হবে। যারা সাক্ষাৎকারে উপস্থিত হবেন তাদের নির্বাচন হলে যোগদানের জন্য একটি guaranteed Bond সংগ্রহ করা হবে । Interview date পরে জানানো হবে।
Read More : Bank of India (BOI) Recruitment 2025:
Age Limit of Govt. Model School West Bengal Guest Teachers Recruitment 2025:
০১.০১.২০২৫ পর্যন্ত ৬২ বছর বয়সের বশী হবে না ।সরকারি নিয়ম অনুযায়ী জাতি আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে উপরের বয়স সীমায় শীথিলতা প্রদান করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করার আগে পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন ।
Important Links :
Notification | Click Here |
Official website | Download Pdf. |