Bank of India (BOI) Recruitment 2025: Bank of India এই বছর অর্থাৎ 2025 সালে শুরুতেই দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে এপ্রেন্টিস বা শিক্ষানবিস পদে কর্মী নিয়োগ করবে । এই বিষয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন প্রকাশ করেছে। এই পদে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা ,বয়স সীমা ,আবেদনের সময় কোন কোন তথ্য জমা দিতে হবে , কিভাবে আবেদন করতে হবে , সেই সব প্রক্রিয়া নোটিফিকেশনে উল্লেখিত আছে।
এই প্রতিবেদনে এই সমস্ত তথ্য নিয়ে বিশদভাবে আলোচনা করা হলো । বিষয়গুলি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ।
আবেদনকারীর পদের নাম : ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস
শূন্য পদের সংখ্যা : ৪০০
Category | Vacancy |
SC | 52 |
ST | 40 |
OBC | 81 |
EWS | 32 |
GENERAL | 195 |
TOTAL | 400 |
Important Date Bank of India (BOI) Recruitment 2025:
Starting Date for Apply online & Application Fees | 01.03.2025 |
Last Date for Apply online & Application Fees | 15.03.2025 |
বয়স সীমা :
নূন্যতম বয়স সীমা: ২০ বছর
সর্বোচ্চ বয়স সীমা: ২৮ বছর
প্রার্থীকে ০২.০১.১৯৯৭ তারিখের আগে এবং ০১.০১.২০০৫ তারিখের পরে জন্মগ্রহণ হবে না (উভয় দিন অন্তর্ভুক্ত)
বয়সের ছাড় নিয়ম অনুযায়ী প্রযোজ্য।
নাগরিকত্ব :
প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ইউজিসি স্বীকৃত যে কোন ইউনিভার্সিটির অন্তর্গত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে ।
Read More : Indian Overseas Bank (IOB) Apprentices Recruitment 2025:
STIPEND/BENIFIT Bank of India (BOI) Recruitment 2025:
অ্যাপ্রেন্টিসদের জন্য এক বছরের সময়কাল পর্যন্ত প্রতি মাসে ১২,০০০ টাকা (বারো হাজার টাকা মাত্র) স্টাইপেন্ড পাওয়ার যোগ্যতা রয়েছে। অ্যাপ্রেন্টিসরা অন্য কোনো ভাতা বা সুবিধার জন্য যোগ্য নয়।
আবেদন ফি :
Category | Fees |
For PwBD candidates | Rs. 400/- + GST |
For Schedule Caste/Schedule Tribe/ All Women candidates | Rs. 600/- + GST |
For All Other candidates | Rs. 800/-0 + GST |
নির্বাচন প্রক্রিয়া :
অপরেন্টিসদের নিয়োগের জন্য নির্বাচন
- (ii) স্থানীয় ভাষার পরীক্ষা ভিত্তিতে করা হবে। ব্যাংক পরীক্ষার গঠন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে, যা তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবেBank of India (BOI) Recruitment 2025:
- পরীক্ষার মোট সময়কাল ৯০ মিনিট হবে।
- উপরোক্ত পরীক্ষাগুলি, ইংরেজি ভাষা পরীক্ষা ব্যতীত, দ্বিভাষিকভাবে উপলব্ধ হবে, অর্থাৎ ইংরেজি এবং হিন্দিতে। ইংরেজি ভাষা পরীক্ষা যোগ্যতামূলক প্রকৃতির হবে, অর্থাৎ ইংরেজি ভাষায় প্রাপ্ত মার্কস মেরিট তালিকা প্রস্তুত করার সময় গণনা করা হবে না। ইংরেজি, সাধারণ/আর্থিক সচেতনতা, পরিমাণগত এবং যুক্তির দক্ষতা এবং কম্পিউটার জ্ঞান পরীক্ষায় ন্যূনতম যোগ্যতামূলক মার্কস ব্যাংক এককভাবে সিদ্ধান্ত নেবে। উপরোক্ত যোগ্যতামূলক মার্কসগুলি সাধারণ/ইডব্লিউএস শ্রেণির প্রার্থীদের জন্য নির্ধারিত SC/ST/OBC/PWD ক্যাটেগরির প্রার্থীরা, যারা তাদের সংশ্লিষ্ট ক্যাটেগরির জন্য সংরক্ষিত শূন্যপদে আবেদন করছেন, সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের জন্য নির্ধারিত মার্কসের তুলনায় ৫% মার্কসে শিথিলতা পাবেন।
- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করার আগে পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন
How to apply Bank of India (BOI) Recruitment 2025:
সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জন্য 01.03.2025 থেকে 15.03.2025 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের লিংকে https://nats.edicatopm.gov.in ক্লিক করে রেজিস্টার লগিংয়ে নিবন্ধন করতে হবে যদি তারা যোগ্য হন ।
Important Links :
Apply Online | Click Here |
Notification | Download Pdf |
Official Website | Click Here |