BCWTD Purulia Part time guest Teacher Recruitment 2025 : পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুসারে যোগ্য প্রকৃত ভারতীয় নাগরিকদের কাছ থেকে অফলাইন মোডে আবেদন আহ্বান করা যাচ্ছে। অতিথি শিক্ষক হিসেবে অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পশ্চিম বঙ্গ সরকার-এর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, পুরুলিয়ার জন্য।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কিভাবে হয়, কিভাবে আবেদন করতে হয, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয়্ই, সব কিছু বিষয়ে বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হলো । তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।
গুরুত্বপূর্ন তারিখ :
Date | Time |
Starting Date for Apply | 12-02-2025 |
Last Date for apply | 05-03-2025 |
নিয়োগ সংস্থা :
Backward Classes Welfare and Tribal Development (BCWDTD) Purulia.
Name of Post : BCWTD Purulia Part time guest Teacher Recruitment 2025:
পশ্চিম বঙ্গ সরকার-এর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, পুরুলিয়া-এ অতিথি শিক্ষকদের নিয়োগের জন্য আবেদন।
শূন্যপদ :
এখানে মোট শূন্য পদ :- ০৫
Male Candidate : 01
Female Candidates : 04
শিক্ষাগত যোগ্যতা
শুধু মাত্র সারকারি আনুমদিত ভারত সরকার / সরকারি নিয়ান্ত্রক আনুমদিত বিশ্ববিদ্যালয় থেকে B.A (B.Ed) Hons. In Physical education, B.A(B.Ed) Hons. In Santali, B.A Hons.in History, (B.Ed) Hons. In Mathematics, (B.Ed) Hon. In Chemistry.
Age Limit in BCWTD Purulia Part time guest Teacher Recruitment 2025
০১.০১.২০২৫ পর্যন্ত ৪০ বছর বয়সের বশী হবে না সরকারি নিয়ম অনুযায়ী জাতি আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে উপরের বয়স সীমায় শীথিলতা প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া :
সব নিয়োগ ই এক বছরের জন্য অস্থায়ী হবে।
Read More – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শূন্য পদে কর্মী নিয়োগ করবে
How to Apply in BCWTD Purulia Part time guest Teacher Recruitment 2025 :
প্রার্থীদের কে তাদের প্রাসঙ্গিক ডকুমেন্টসহ একটি মুখবন্ধ খামে আবেদন পত্র লিখিতভাবেBCWTD Purulia Part time guest Teacher Recruitment 2025 : অফিসে বাই পোস্ট এর মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল website এ বিজ্ঞপ্তি দেখুন ।
Project Officer-cum-District Welfare Officer, Backward classes welfare & Tribal Development, Purulia, PIN – 723101
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস –
- Age Proof ( Admit Card or Certificate of Secondary Examination).
- Residential Proof ( Aadhar Card, Voter Cart etc.)
- Mark Sheet in support of Educational Qualification (Both Sides) up to the Hight Qualification.
- Experience Certificate from the Competent Authority of If available.
- Cast Certificate wherever applicable.
- Two self addressed envelope.
- Mobile No. and valid e-mail id. BCWTD Purulia Part time guest Teacher Recruitment 2025 :
Important Links :-
Official Website | Click Here |
Official Notice | Click here |